মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। ঈদের লম্বা ছুটিতে বাড়ি যাওয়ার আগে বন্ধুর ইফতারের দাওয়াতে যাচ্ছিলেন হাফেজ মো. শাকিল (২০)। কিন্তু সেই দাওয়াতই কাল হয়ে দাঁড়াল তার জন্য। একদিন পর বাড়ি যাওয়ার কথা; কিন্তু একদিন আগে চলে গেলেন পরপারে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে সিএনজি টেক্সি এবং ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত শাকিল ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার কৃষক নাসির উদ্দিনের ছেলে। বাড়ি ভোলায় হলেও সপরিবারে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা হলেন রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো. ইউসুফ (৩৬)।
নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইয়াকুব বলেন, বাড়ি যাওয়ার পূর্বে শাকিল কাজিরহাটে তার বন্ধুদের সাথে ইফতারের দাওয়ায়ে যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে যাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছে। মৃতের লাশ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।