বাড়ির ভিটায় পুঁতে রাখা হয় হাতি শাবকের মরদেহ

বাঁশখালীর পুঁইছড়ি

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাড়ির ভিটায় পুঁতে রাখা ৬৭ বছর বয়সী একটি হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি বচিরা বাপের বাড়ি এলাকার মধ্যম জিরি চিতা খোলা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় এক সপ্তাহ আগে হাতিটিকে হত্যার পর এখানে গোপনে পুঁতে রাখা হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসক ও বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ তুলে পোস্টমর্টেম শেষে আবারো মাটি চাপা দেওয়া হয় হাতি শাবকটিকে। স্থানীয় পুঁইছড়ি পান চাষি সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, মঙ্গলবার সকালে আমার বাড়ি ভিটার পূর্ব সীমানায় একটি আম গাছ ভেঙে পড়ায় দেখতে যাই। সেখানে গিয়ে দেখি কবরের মত একটা বিশাল মাটির স্তূপ, যার উপরে ঘাস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি তাৎক্ষণিক বন বিভাগকে খবর দিই। পরবর্তীতে তারা এসে মাটি খুঁড়ে একটি হাতির মৃতদেহ উদ্ধার করে। এরপর চকরিয়ার দুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম মো. জুলকারনাইন মানিক, বাঁশখালী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকারনাইন শাওন হাতির শাবকটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তারা বলেন, হাতিটার বয়স আনুমানিক ৬৭ বছর হবে। মাদী হাতিটাকে ইলেকট্রনিক শক দিয়ে ৫৬ দিন আগে মারা হয়েছে। তারপর মৃত হাতিটি পলিথিন দিয়ে পেঁছিয়ে মাটি চাপা দেওয়া হয় যাতে দুর্গন্ধ লোকালয়ে চলে না আসে।

জলদী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, স্থানীয়রা খবর দিলে ভেটেরিনারি চিকিৎসক টিম হাতির শাবকটির ময়নাতদন্ত করে। হাতিটির বয়স ৬৭ বছর হতে পারে। ময়নাতদন্তদের প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচোরাই গরু জবাই করে মাংস বিক্রির জন্য নেয়ার পথে ধরা
পরবর্তী নিবন্ধইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ করার প্রস্তাব এনসিপির