সীতাকুণ্ডের বাড়বকুণ্ড কেমিক্যাল কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্স অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত যাওয়ায় প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা হয়েছে। পরিত্যক্ত ভবনে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নির্ধারণ করা যায়নি।