বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ড.ইউনূসের ধন্যবাদ

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারের যে শুল্ক আরোপ করেছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের ফেসবুক পেইজে এক বার্তায় তিনি বলেন, ‘বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ, মাননীয় প্রেসিডেন্ট।

আমরা আপনার বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানাতে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’ খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা চিঠিতে বলেন, ‘চলমান পরিকল্পিত কাজগুলো আমরা পরবর্তী প্রান্তিকের মধ্যে শেষ করব। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো সূচারুভাবে শেষ করতে দয়া করে প্রয়োজনীয় সময় আমাদের দিন। তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের অনুরোধ রাখবেন।’

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ীতে হবে ফ্রি ট্রেড জোন
পরবর্তী নিবন্ধকেইপিজেড থেকে রপ্তানি আয় ৩০ হাজার কোটি টাকা