বাড়তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে নগরের বিভিন্ন বেসরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা ১৭ মাস পড়িয়ে ২৪ মাসের বেতন আদায় ও ফরম পূরণের জন্য মাত্র ৬ দিনের অপর্যাপ্ত সময় বেঁধে দেওয়ার অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মইনুদ্দিন। এতে শিক্ষার্থীরা বলেন, আমাদের ১৭ মাস ক্লাস নিয়ে ২৪ মাসের টাকা আদায় করার নোটিশ দিয়েছে। আমরা এ টাকা দেব না। এ নোটিশ প্রত্যাহার করতে হবে। নইলে কলেজে তালা লাগিয়ে দেব। এতগুলো টাকা এককালীন পরিশোধ করা একজন অভিভাবকের জন্য জুলুমের সমান। আমাদের উপর এত বড় জুলুমের প্রতিবাদ জানাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মইনুদ্দিন বলেন, শিক্ষা একটি অধিকার। কেউ এটা নিয়ে ব্যবসা করতে পারবে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা করবে সেটা ছাত্রসমাজ মেনে নেবে না। কলেজে সকল ধরনের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যেখানে প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত হওয়ার কথা ছিল অবৈতনিক শিক্ষাব্যবস্থা, সেখানে শিক্ষার নামে গলাকাটা হচ্ছে।