ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটে বাটার শোরুম থেকে লুট করা জুতার ছবি ফেইসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টার করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া একই সময় নগরীর বিভিন্ন দোকান–রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ১৩ জনকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজের।
গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানিয়েছেন। ওসি জিয়াউল বলেন, তাদের মধ্যে আল নাফিউকে মঙ্গলবার ভোরে নগরীর শিবগঞ্জের সাদিপুর এলাকা থেকে আটক করা হয়। তিনি বাটার শোরুম থেকে লুট করা ছয় জোড়া জুতার ছবি ফেইসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা করেন। তিনি সেখানে যোগাযোগ করার ঠিকানা ও একটি মোবাইল নম্বরও দেন। পরে তার ওই পোস্টের সূত্র ধরে তথ্য–প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে লুটের ছয় জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুর–লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অনলাইনে নজরদারি চলছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।