গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে গতকাল সোমবার খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের প্রতি ঘৃণার প্রতিবাদ স্বরূপ সেই দেশের সকল পণ্য বর্জনের আহ্বান জানায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনতা চেরাগী পাহাড় মোড়ের, সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন জিইসি মোড় ও লালখান বাজার মোড়ের কেএফসি রেস্তোঁরা ভাঙচুরসহ ও কোকাকোলার সাইনবোর্ডে জুতা ও ইট–পাটকেল নিক্ষেপ করে। এতে রেস্তোঁরার সামনের অংশের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভেতরে কেউ ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘৃণার প্রতিবাদ স্বরূপ বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনতা ইট–পাটকেল এবং জুতা নিক্ষেপ করা হয়। জিইসি মোড়ের পিৎজা হাটও ভাংচুর করা হয়। এসময় জিইসির ও লালখান বাজার মোড়ে বাটার শো রুটেও জুতা ও ইট–পাটকেল নিক্ষেপ করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।