বাজেট সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে

জুনিয়র চেম্বার সভাপতি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম জুনিয়র চেম্বারের সভাপতি টিপু সুলতান শিকদার বলেন, চলমান করোনা মহামারী পরিস্থিতিতে ঘোষিত বাজেট বাস্তবসম্মত। তবে এই বাজেটের সাফল্য নির্ভর করবে আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বয়স্কভাতা, বিধবাভাতা, সামর্থ্যহীন জনগোষ্ঠীর ভাতার উপর জোর দেয়া হয়েছে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। বিদ্যুৎ, জ্বালানি অবকাঠামোগত ও যোগাযোগ খাতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। তা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তবে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অগ্রিম আয়কর বিধানটি বাদ দেয়া উচিত। এছাড়া কষ্টার্জিত রপ্তানিযোগ্য পণ্যের ওপর ভর্তুকির পরিমাণ আরো বাড়িয়ে তরুণ প্রজন্মকে কৃষি ভিত্তিক অর্থনীতিতে উদ্বুব্ধ করা উচিত। এই করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক খাতগুলোকে চিহ্নিত করে তাদের বিশেষ ট্যাক্স ও ভ্যাট সুবিধা দেয়া উচিত বলে আমি মনে করি। এরমধ্যে রয়েছে রেস্টুরেন্টখাত, পর্যটনখাত এবং শিক্ষাখাত।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসাতকানিয়া পৌরসভার ৫৩ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা