বাজেট বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী

মাহতাব-নাছিরের বিবৃতি

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার নিয়ে ২০২৪২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবমুখী হিসেবে অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় আট লাখ কোটি টাকা হলেও মোটেও তা উচ্চাভিলাসী নয়, বরং বিদ্যমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবমুখী একটি অর্থনৈতিক প্রস্তাবনা। এবারের বাজেট প্রণয়নে সরকারকে নানামুখী চাপ মোকাবেলা করতে হয়েছে। একদিকে আইএমএফ’র পরামর্শ, অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ। আইএমএফ’র দিক থেকে আগামী অর্থবছরে একটি নির্দিষ্ট অঙ্কের রাজস্ব বাড়ানোর শর্ত দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিত বিবেচনায় এবং নানামুখী বৈশ্বিক সংকট মোকাবেলা করে মুদ্রাস্ফ্রীতি নিয়ন্ত্রণকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের বাস্তবমুখী পদক্ষেপ বাজেটে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ধনীদের আয়ের ওপর কর আরোপ সম্প্রসারণ এবং সংসদ সদস্যদের বিনাশুল্কে গাড়ি আমদানির পরিবর্তে চল্লিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি অন্যতম ইতিবাচক দিক। চাল, ডাল, পেঁয়াজ, আলু সহ নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণের স্বার্থে কর ছাড় ও শুল্ক হার কমানো প্রস্তাবনাও সাধারণ মানুষের জন্য শুভ বার্তা বয়ে আনবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি সহনশীল আবহ সৃষ্টি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় হ্রাসে এই বাজেট ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার : শ্রম প্রতিমন্ত্রী