সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা নাগরিক সমাবেশ করেছে। সমাবেশ থেকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবি মুক্ত মঞ্চ সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। গতকাল শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবৃত্তি শিল্পী রাশেদ হাসানের পরিচালনায় সমাবেশ থেকে সংস্কৃতি খাতে বরাদ্দ কমপক্ষে ১ শতাংশ করার দাবি জানান চট্টগ্রামের বিশিষ্টজন ও শিল্পীরা।
সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী এবং পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, সঙ্গীত শিল্পী কল্পনা লালা, শ্রেয়সী রায়, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, খেলাঘর সংগঠক মোরশেদুল আলম, নাট্য ও আবৃত্তি শিল্পী কংকন দাশ, সংগঠক মো. সাজ্জাত হোসেন, শব্দ নোঙর আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানম, কণ্ঠনীড় আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম রেজা সাগর, বোধন আবৃত্তি পরিষদের সংগঠক শান্তনু মিত্র, উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মহাজন।
সমাবেশে প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির প্রাণশক্তি। এ খাতে বিনিয়োগ ভবিষ্যত অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণের বিনিয়োগ। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প যেমন প্রয়োজন তেমনি আধুনিক উন্নত দেশ গঠন করতে হলে আগে প্রয়োজন সাংস্কৃতিক বিনির্মাণ।










