বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবি

নগর ছাত্র ফ্রন্টের সমাবেশ

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় বাজেটের ২৫ ভাগ ও জিডিপির ৮ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখা। এছাড়াও শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকীকরণের সকল নীতিপরিকল্পনা অবিলম্বে বাতিল করে এবং সন্ত্রাসদখলদারিত্বমুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ফ্রন্ট।

গত বৃহস্পতিবার নগরের নিউমার্কেট মোড়ে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রায়হান উদ্দিন ও নগরের স্কুল সম্পাদক উম্মে হাবিবা।

সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর আমাদের দেশের বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ পরিসেবা খাতে বরাদ্দ দিনদিন কমছে। বিপরীতে সামরিক খাতের মতো অনুৎপাদনশীল খাতে বরাদ্দ দিন দিন বাড়ছে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ২২ শতাংশ। ৫০ বছর পরে ২০২১২০২২ অর্থবছরের বাজেটের আয়তন বেড়ে প্রায় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা হলেও শিক্ষাখাতে বরাদ্দ মোট বাজেটের মাত্র ১১.৯ ভাগ। প্রতিবছর বাজেটের আকার বাড়লেও কমছে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ। দীর্ঘসময় ধরে শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ ও জাতীয় আয়ের ৮ শতাংশ বরাদ্দের যে দাবি ছাত্র সমাজ উত্থাপন করে চলেছে , তা উপেক্ষিত হয়ে আসছে।

বক্তারা বলেন, মহামারীর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের শিক্ষাব্যবস্থা। সংকটকালীন বিপর্যয় মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার পরিপূরক বরাদ্দের অভাবে একটি বিপুল অংশের শিক্ষার্থীকে শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে হয়েছে। সমাবেশ শেষে নগর কমিটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
পরবর্তী নিবন্ধঘর ছাড়লেন দুই সন্তানের জননী