বাজেটের প্রভাব নেই বাজারে

সপ্তাহের ব্যবধানে বাড়লো পেঁয়াজ রসুন ডাল গুঁড়া দুধের দাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষিত হয়েছে গত বৃহস্পতিবার। বাজেট ঘোষণার পর গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোগ্যপণ্যের বাজারে কোনো ধরনের প্রভাব চোখে পড়েনি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ-রসুন, ডাল এবং গুড়া দুধের দাম বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সাধারণত ভোগ্যপণ্যের বাজারে বাজেটের পর পর তেমন একটা প্রভাব পড়ে না। বাজেটের চেয়েও আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির প্রভাবই সবচেয়ে বেশি পড়ে। আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির কারণে সয়াবিন তেলের দাম বর্তমানে আকাশচুম্বি। দফায় দফায় বেড়েছে সয়াবিনের দাম। বর্তমানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতেই ক্রেতাদের গুণতে হচ্ছে ১৫০ টাকা। অথচ গত ৭/৮ মাস আগেও ১০৫ টাকায় এক লিটার সয়াবিন কেনা যেতো। সয়াবিনের দাম বাড়লেও সুখবর আছে চাল ও আদার বাজারের। বিভিন্ন ক্যাটাগরির চালের দাম গত এক সপ্তাহে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে চীনা আদার দাম কমেছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।
গতকাল নগরীর কাজীর দেউড়ি এবং চেরাগী পাহাড় মোড় এলাকার খুচরা মুদি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজেট ঘোষণার এক সপ্তাহ আগে থেকেই মোটা মসুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া চিকন মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অন্যদিকে মিয়ানমারের পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৫০ টাকা এবং চিনি কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা এবং প্যাকেটজাত গুড়া দুধ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। অন্যদিকে রূপচাদা ব্র্যান্ডের সয়াবিন তেল ৫ লিটার ৭১০ টাকা, ৩ লিটার ৩৪৫ টাকা, ২ লিটার ৩০০ টাকা এবং ১ লিটার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অপরদিকে কমেছে চাল এবং চীনা আদার দাম। এছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৫টাকা পর্যন্ত কমে গেছে। নাজিরশাইল সিদ্ধ চাল কেজিতে ৪ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা, জিরাশাইল সিদ্ধ কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা, মিনিকেট আতপ চাল ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬২ টাকা, পাইজাম আতপ ২ টাকা কমে ৬২ টাকা থেকে ৬৫ টাকায়। এছাড়া অপরিবর্তিত আছে স্বর্ণা সিদ্ধ, মোটা সিদ্ধ এবং বেতি আতপের দাম। বর্তমানে স্বর্ণা সিদ্ধ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকা, মোটা সিদ্ধ কেজি ৪৮ টাকা থেকে ৫০ টাকা এবং বেতি আতপ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫২ টাকায়।
জানতে চাইলে চেরাগী পাহাড় মোড় এলাকার হক স্টোরের স্বত্বাধিকারী কুতুব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বাজেট ঘোষণার আগে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে রয়েছে- মসুর ডাল, গুড়া দুধ, রসুন, চিনি এবং পেঁয়াজ। কমেছে আদা ও চালের দাম। এছাড়া সয়াবিনের দাম বাড়লেও আমরা এতদিন আগের দরেই বিক্রি করে আসছিলাম। এখন থেকে সয়াবিন সরকার নির্ধারিত নতুন দরে বিক্রি শুরু করতে হবে। বাজেট ঘোষণার পরে কোনো ধরণের ভোগ্যপণ্যের দাম নতুন করে বাড়েনি।
ভোগ্যপণ্যের বাজারে ঘোষিত বাজেটের প্রভাবের বিষয়ে জানতে চাইলে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বাজেট ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। আজকে (গতকাল) শুক্রবার। চাক্তাই খাতুনগঞ্জের বাজার বন্ধ। বাজার খোলার পরে অবস্থা বুঝা যাবে। সাধারণত ভোগ্যপণ্যের দাম বাড়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে। অতীতের অভিজ্ঞতায় দেখেছি, ভোগ্যপণ্যের বাজারে তাই বাজেটের প্রভাবও খুব কম।
কনজুম্যারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসেন বলেন, বাজেট ঘোষণার পর পর সুযোগ বুঝে কিছু কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়ানোর পাঁয়তারা করে। বাজেটে কোনো একটি পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হলে দেখা যায়, সাথে সাথেই সেই দাম বেড়ে যায়। আবার উল্টোদিকে দাম কমানোর প্রস্তাব হলে সেগুলোর প্রভাব পড়ে অনেক দেরিতে।

পূর্ববর্তী নিবন্ধ৮ দিন পর মৃত্যুশূন্য চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধশিল্পোদ্যোগ থেকেই কর্মসংস্থান