বাজি ধরে ঠান্ডা পানিতে ডুব,তারপরে মৃত্যু

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাজি ধরে ঠান্ডা পানিতে টানা ১১২ বার ডুব দেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। মৃত বাবুল মোল্লা (৪০) ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল মোল্লা কাচারিবাড়ি বাজারের কয়েকজন লোকের সঙ্গে বাজি ধরে সকালে প্রচণ্ড ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দেন। শেষ দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ঠান্ডা পানিতে এতগুলো ডুব দেওয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে যাচাই বাছাই করছি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী প্রার্থীদের রিটার্ন দাখিলে এনবিআরের হেল্পডেস্ক
পরবর্তী নিবন্ধনিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়