বাজালিয়া অনাথ আশ্রমে মানবকল্যাণ ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

| শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাতকানিয়ার বাজালিয়া ঋষি তীর্থ অনাথ আশ্রমে শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার ফোরামের সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার। প্রধান আলোচক ছিলেন বাগীশিক’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা প্রদীপ দাশ, কাঞ্চন তালুকদার, মিঠু মহাজন, বিশ্বজিত মল্লিক ও অনাথ আশ্রমের সভাপতি আশুতোষ চক্রবর্তী। বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পরিষদের উপদেষ্টা সরোজ চক্রবর্তী, শ্যামল কান্তি দাশ, বন মজুমদার, ফোরামের সহ-সভাপতি সন্তোষ চৌধুরী, অভি দাশ, দেবাশীষ দত্ত, টিংকু দাশ, যাদব দাশ, পলাশ চৌধুরী, উজ্জ্বল দে, জয় সেন, উজ্জ্বল দাশ, পিপলু নাথ। উপস্থিত ছিলেন সজল চৌধুরী, জুয়েল দে, সুকান্ত মজুমদার, উদয় সিংহ, খোকন চৌধুরী, বিশ্বজিত চৌধুরী, গৌতম পাল, রনি দাশ বিনয়, মিন্টু চৌধুরী, প্রকাশ দে, অপক বোস, শুভ কুন্ড, বাপ্পা ঘোষ, লিটন দাশগুপ্ত, বিকাশ সিকদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সেবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মানব সেবার মধ্যদিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। সুবিধাবঞ্চিত অনাথ শিশুরা বৃহত্তর মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের পিছিয়ে রেখে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনাথদের পাশে দাঁড়ানো উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাদী মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহানবীর আদর্শ অনুসরণের মধ্যে নিহিত ইহকাল-পরকালের মুক্তি