বাজার মনিটরিং জোরদার করার আহ্বান সিওসি’র

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জামালখান সড়কস্থ ক্লাব অব কলেজিয়েটস চিটাগাং এর অডিটোরিয়াম এ সিওসি’৮৬ এর ১৪৭তম মাসিক সভা সংগঠনের আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সভায় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের চরম দুর্গতিতে হতাশা ব্যক্ত করেন এবং অসাধু ব্যবসায়ী দ্বারা সাধারন জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বাজার মনিটরিং ব্যবস্থা সহ জরুরী পদক্ষেপ গ্রহনের দাবি জানান। সভায় বক্তব্য রাখেন ডা. মসিহউজ্জামান আলফা, ডা. সাগর চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. অসীম কুমার চৌধুরী, ডা. ইশা চৌধুরী, ডা. আশরাফুল করিম, ডা. আবু তোহা মুহাম্মদ রিজওয়ানুল হক ভূঁইয়া, ডা. আবু তারেক মো. শাহেদ সুমন, সাইফুল ইসলাম, এডভোকেট সীমান্ত তালুকদার, সৈয়দ মুহম্মদ রিদুয়ান, অধ্যাপক বিজয় ভৌমিক, মোহাম্মদ হেলাল উদ্দিন, সোহেল জাহান, মাহবুবুর রহমান শিবলী, আলমগীর আলম, আবুল কালাম আজাদ কিরন, সাইফুল ইসলাম লেলিন, মাহামুদুর রহমান, শাহ মুহাম্মদ ইমরান, মাহবুবুর রহমান বাহার, জয়ন্ত চৌধুরী, শাহিদ নাঈম, জাহিদ হোসেন, মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধশিশুদের পরিবেশ-বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে