বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের অভিযান

পাহাড়তলীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে চলমান বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ যথাযথ না রাখার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশানসূত্র জানায়, চার প্রতিষ্ঠানের মধ্যে বার আউলিয়া ট্রেডার্সকে ১ হাজার টাকা, আজমির ভান্ডারকে ৩ হাজার, মেসার্স কামাল ট্রেডার্সকে দেড় হাজার টাকা, মেসার্স ফিরোজা পোল্ট্রি ট্রেড সেন্টারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং পাহাড়তলী থানা পুলিশের একটি টিম। ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক আজাদীকে বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। বাজার অস্থির করার চেষ্টা করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীকে গুলি করা শিক্ষকের বাসা যেন ‘মিনি অস্ত্রাগার’