বাজার দর

তালুকদার হালিম | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৪১ পূর্বাহ্ণ

দুই কুড়িতে চিনির কেজি

খেলাম কদিন আগে

চিনি চোরা দেড়শ করে

সব টাকা তার ভাগে।

কুড়ি টাকায় খেয়েছিলাম

সারা বছর পিয়াঁজ

একশো তিরিশ কি করে হয়

বললো চাচা নিয়াজ।

কিনেছি দুকেজি আলু

মাত্র পাঁত্রিশ টাকায়

সত্তর টাকায় কিনেছি কারণ

গোডাউনে সব রাখায়।

সোয়াবিন তেল, কি বলবো আর

দ্বিগুন দামে কিনি

দুতিন জনের হাতে জিম্মি

আমরা তাদের চিনি।

পনেরোতে আন্ডা হলে

কী করে খাই বলুন

ভোক্তা অধিকারকে নিয়ে

দামটা কমাই চলুন।

গ্যাসের বোতল বারশ টাকায়

কিনি আমরা সবে

লাফ দিয়ে দেড় হাজার হলে

কষ্ট ভীষণ তবে

পূর্ববর্তী নিবন্ধশহীদ নূর হোসেন দিবস
পরবর্তী নিবন্ধআমার যত স্মৃতিকাতরতা