বাজারে সংস্কার

সৈয়দ খালেদুল আনোয়ার | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের মূল্যের আজ ঊর্ধ্বে ওঠার গতি

দিনে দিনে চলছে বেড়ে নেইতো থামার যতি।

সাধারণের সবজি টাকা ষাট সত্তর আশি

দোকানী দেয় দামাদামি করলে বাঁকা হাসি।

মাছ মাংস কিনতে গেলে কিনতে গেলে ডিম

দাম শুনে ভাই ক্রেতার মাথায় যাচ্ছে ধরে ঝিম।

চাল ডাল আর তেলের বাজার আজ বড় অস্থির

ধরা ছোঁয়ার বাইরে আছে সিন্ডিকেটের বীর।

এমন কঠিন দশা থেকে জাতিকে উদ্ধার

করতে হলে করতে হবে বাজারে সংস্কার।

পূর্ববর্তী নিবন্ধখোয়াবী
পরবর্তী নিবন্ধঅমাবস্যা