বাজারে যাওয়ার পথে নিখোঁজ, একদিন পর পুকুরে মিলল লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পাশের পুকুরে মিলল ব্যবসায়ীর লাশ। তার নাম আবদুল মালেক সওদাগর। তিনি পশ্চিম ভূজপুর সৈয়দ পাড়ার বাসিন্দা এবং কাজির হাট বাজারে ব্যবসা করতেন। নিহতের পরিবার জানান, রোববার বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। সোমবার (গতকাল) পুকুরে তার লাশ পাওয়া যায়।

ভূজপুর থানার ওসি মো. মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধআলকরণে শত কোটি টাকার সরকারি সম্পত্তি যেভাবে ‘আত্মসাৎ’ হলো
পরবর্তী নিবন্ধপুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড