ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পাশের পুকুরে মিলল ব্যবসায়ীর লাশ। তার নাম আবদুল মালেক সওদাগর। তিনি পশ্চিম ভূজপুর সৈয়দ পাড়ার বাসিন্দা এবং কাজির হাট বাজারে ব্যবসা করতেন। নিহতের পরিবার জানান, রোববার বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। সোমবার (গতকাল) পুকুরে তার লাশ পাওয়া যায়।
ভূজপুর থানার ওসি মো. মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।












