বাজারে মদ খেয়ে ঘরে এসে মৃত্যু দুই বন্ধুর

বাড়বকুণ্ডের নতুন পাড়া ও দীঘির নামা এলাকায় এ ঘটনা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৪:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া ও দীঘির নামা এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৪০) ও আবুল বশর (৩৮)। তারা দুজনই সিনজি টেক্সি চালক ও মাদক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘির নামা কাপ্তান বাড়ির আমিনুল হকের পুত্র জাহাঙ্গীর আলম ও তার বন্ধু নতুন পাড়ার মো. আব্দুল্লাহর পুত্র আবুল বশর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি মদপানে অভ্যস্ত ছিলেন। প্রতিদিনের মত গত মঙ্গলবার রাতেও দুই বন্ধু এক সাথে বাড়বকুণ্ড বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত মদ পান করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকাল পেরিয়ে গেলেও ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাদেরকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে তারা রুমে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান।

বাড়বকুণ্ডের দিঘির নামা এলাকার ইউপি সদস্য জসীম উদ্দীন বলেন, জাহাঙ্গীর আলম মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুমের মধ্যে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। তবে মদপানের কারণে তার মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

অন্যদিকে নতুন পাড়ার স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, তার এলাকায় নিহত হওয়া সিএনজি টেঙি চালক আবুল বশর মাদকাসক্ত ছিলেন। গত বুধবার রাতে মদ পান করে বাড়ি ফিরেছিল বলে স্থানীয় মাধ্যমে তিনি জানতে পেরেছেন। বিষাক্ত মদপানের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার জানান, বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর খবরটি তারা অবগত নন। তবে বুধবার বিকেল ৬টায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। তার আগেই নিহত দুজনের মরদেহ দাফন করেছে পরিবার। তাদের মৃত্যুর বিষয়ে কোনো ধরনের অভিযোগ নেই বলেও জানিয়েছেন স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী
পরবর্তী নিবন্ধএকই ব্যক্তি যেন সরকার ও দলীয় প্রধান না থাকতে পারেন : টিআইবি