বাজারে এলো প্রথম এফসিআর এঙপার্ট সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

আজ ঢালাই, কালই ব্যবহার’এমন দ্রুত ও শক্তিশালী নির্মাণ বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে দেশের প্রথম এফসিআর সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার।

গতকাল সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানে নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অতিথি হিসেবে উন্মোচন করেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম, সিভাসুর প্রধান প্রকৌশলী অচিত্য কুমার চক্রবর্তী।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) লায়ন হাকিম আলী, পরিচালক খালেদা বেগম ও পরিচালক আবদুল্লাহ আল ফারহাদ এবং ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে, উৎপাদন, মান ও বিপননসহ নতুন পণ্যের নানদিক তুলে ধরেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক এবিএম কামাল উদ্দিন ও মো. গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম ও মো. আরিফুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার প্রকৌশলী ইশতিয়াক রায়হান মাহমুদ। তারা জানান, বর্তমান বিশ্বের জনপ্রিয় র‌্যাপিড হার্ডেনিং ক্যাটাগরির এই সিমেন্ট দ্রুত শক্তি অর্জনের মাধ্যমে নির্মাণে সময় ও শ্রম বাঁচায় এবং স্থাপনার দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করে।

বিশেষ উপস্থাপনায় চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম এক্সট্রা পাওয়ার সিমেন্টের ব্যবহার ও উপযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেন, আমরা চাই বাংলাদেশের উন্নয়নযাত্রায় দ্রুত নির্মাণ, অধিক শক্তি ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে। অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ভালো অবকাঠামোর প্রয়োজনে এ সিমেন্টের গুরুত্ব তুলে ধরেন। ১.৩৫ মিলিয়ন মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা নিয়ে ডায়মন্ড সিমেন্ট শুধু দেশেই নয়, রপ্তানি বাজারেও বাংলাদেশের শক্তিকে তুলে ধরছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব
পরবর্তী নিবন্ধধানের শীষের গণজোয়ার দেখে জান্নাতি টিকেট বিক্রেতারা প্রলাপ বকছে