বাজাজ মোটরসাইকেলের সার্ভিস ক্যাম্প ও মেলার আয়োজন করল উত্তরা মোটর্স

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস, তিন শতাধিক থ্রী এস ডিলার (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) এর মাধ্যমে বাজারজাত করে আসছে ও অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষনপ্রাপ্ত মেকানিক্সের মাধ্যমে শহর থেকে গ্রাম গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে।

এরই অংশ হিসেবে গত ১৫ নভেম্বর থেকে ৫ দিন ব্যাপী উত্তরা মোটর্স এর সার্ভিস সেন্টার তেজগাঁও, বেগুনবাড়ি ঢাকায় শুরু হল বাজাজ মোটরসাইকেল সার্ভিস ক্যাম্প ও মেলা। এই সার্ভিস ক্যাম্প চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এ সার্ভিস ক্যাম্পে গতকাল পর্যন্ত ৫০০ টিরও বেশি বাজাজ মোটরসাইকেলের ফ্রি চেকআপ ও সার্ভিস করা হয়। তাছাড়া বিশেষ অফার হিসেবে থাকছে ফ্রি ডায়াগনোসিস ও চেকআপ, লেবার চার্জ এর উপর ৫০% ও জেনুইন পার্টস এর উপর ১০% পর্যন্ত ছাড়, এছাড়া আরও থাকছে প্রতিটি বাইকের জন্য ওয়াটারলেস ওয়াশ এবং পলিশ সম্পূর্ণ ফ্রি। গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি হেল্‌থ চেকআপ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পিরিয়ডিক মেইনটেনেন্স ও সেইফটি ট্রেনিংয়ের ব্যবস্থা। বাংলাদেশে অটোমোবাইল সেক্টরের স্বনামধন্য, সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রান্নাঘরের চুলার আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে