বাজাজ পালসার ডুয়েল এফ ২৫০ চ্যানেল এবিএস মোটরসাইকেল উদ্বোধন

উত্তরা মোটর্স

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার আইসিসিবি, বসুন্ধরায় গত ১ মে মোটর শোতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরা মোটর্স বাংলাদেশে মোটরসাইকেল গ্রাহকদের চাহিদার উচ্চতর সিসির বাজাজ পালসার এফ ২৫০ ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেলের উদ্বোধন করে। বাংলাদেশে বাজাজ অটো ভারতের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড।

বাজাজ পালসার এফ ২৫০ এর শক্তিশালী ২৫০সিসি ইঞ্জিন রাইডারদেরকে শক্তিশালী রাইড অফার করে। এর উন্নত প্রযুক্তির মিশ্রণ এই ক্যাটাগরিতে এক নতুন মাত্রা স্থাপন করেছে। বাজাজ পালসার এফ ২৫০ একটি শক্তিশালী এবং স্মার্ট লুকিং ২৫০সিসি ওয়েল কুল্ড ইঞ্জিন, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, টিউবলেস টায়ার, সামনের চাকা ১১০/৭০ ও পিছনে মোটা চাকা ১৪০/৭০, ব্লু টুথ, গিয়ার ইন্ডিকেটরসহ রয়েছে সব আধুনিক প্রযুক্তির বৈশিষ্ট্য যা সত্যিকারের একটি স্পোর্টস বাইক।

ইঞ্জিনটি ২৪.৫ পিএস পাওয়ার এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করে। হাইড্রোলিকভাবে পরিচালিত ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস)সহ রয়েছে ডিস্ক ব্রেক। পালসার এফ ২৫০ সম্পর্কে আরও জানতে www.bajajauto.com/en-bd ev Pulser Bangladesh ফেসবুক পেজ দেখুন।

উত্তরা মোটর্সের লিমিটেডের চেয়রম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান পালসার এফ ২৫০ এর উদ্বোধন করেন। উত্তরা মোটর্সের পরিচালক, বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তা, বাইকিং কমিউনিটি, মোটরসাইকেলের গ্রাহকবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মাওলানা রইস উদ্দিনকে মতাদর্শগত কারণে হত্যা করা হয়েছে’
পরবর্তী নিবন্ধনিজস্ব ভুবনে নিজস্ব আবহ সৃষ্টি করতে পেরেছেন নাসের রহমান