বাছাই হকির ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

স্বাগতিক থাইল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনে বাছাইয়ের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। এতে করে লাল সবুজের দল ওমানের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার উপলক্ষও পেল। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। একটি করে গোল করেন রোমান সরকার ও রকিবুল হাসান। এদিকে প্রথম সেমি-ফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ওমান। রোববার তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবারের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। গতকাল শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফাইনালের ওঠার লড়াইয়ে দশম মিনিটেই বাংলাদেশকে চমকে দেয় থাইল্যান্ড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ পিছিয়ে পড়ে চানাচল রাঙ্গনিওমের ফিল্ড গোলে।
সমতার স্বস্তি পায় বাংলাদেশ খেলার ২২তম মিনিটে, রোমানের ফিল্ড গোলে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ও তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে চালকের আসনে বসান আশরাফুল। গত এএইচএফ কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় রকিবুলের ফিল্ড গোলে।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল
পরবর্তী নিবন্ধবিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন