বাচ্চু স্মৃতি সংসদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

| শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চকবাজারস্থ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে কাপাসগোলা সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংসদের সভাপতি মুজিব ইমরান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আবু নাসের রনির সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম৮ আসনের সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক রঞ্জু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল আজম শাকিল ও পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সহসভাপতি আবুল খায়ের বাচ্চু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ, দপ্তর সম্পাদক মিনহাজ রনি, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, থানা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম জনি, মোহাম্মদ জাহিদুল আলম, মহিউদ্দিন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আব্দুল হামিদ মিঠু, বাবুল আলম লিটন, রাজিব চৌধুরী প্রমুখ।

সভায় নোমান আল মাহমুদ বলেন, চকবাজার বাচ্চু স্মৃতি সংসদ দীর্ঘ তিন যুগ ধরে বৃক্ষরোপণ করে চকবাজার এলাকায় অক্সিজেন ফ্যাক্টরি করে তুলেছে। গাছের সারি দীর্ঘ হোক, এ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমীর খসরুসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি
পরবর্তী নিবন্ধরাউজানে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন তছনছ