পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া চন্দনাইশের তৃণমূল আওয়ামী লীগ কর্মী জহিরুল ইসলাম বাচার পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। তিনি গত শুক্রবার বিকেলে ৬ লক্ষ টাকা ব্যয়ে ৩ কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর দেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ নেতা হাবিবুর রহমান, শেখ টিপু চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, সেলিম উদ্দীন রেজা, আফনান ইসলাম, চৌধুরী আমীর মো. সাইফুদ্দীন, বোরহান উদ্দীন গিফারী, ইউপি সদস্য মো. ফজলুল করিম আইয়ুব, হেলাল উদ্দীন, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান গত ৬ ডিসেম্বর জহিরুল ইসলাম বাচার পরিবারের গিয়ে তার স্ত্রী, সন্তানদের সাথে কথা বলেন এবং গৃহ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।