বাঙ্গালহালিয়ায় বাইক ও চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ১

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

রাইখালীরাজস্থলী সড়কের বাঙ্গালহালিয়া এলাকার কাকড়াছড়ি নামক স্থানে মোটরসাইকেল ও চাঁদের গাড়ি মুখোমুষি সংঘর্ষে মোটরসাইকেল চালক আরিফুর রহমান (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন মোটরসাইকেল আরোহী গরু ব্যবসায়ী মো. শাহেদ (৪৫)

 

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকালে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে চন্দ্রঘোনা থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানা হয়েছে বলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাঙ্গালহালিয়া থেকে নাইক্ষ্যংছড়ি বাজারের উদ্দেশ্যে একটি চাঁদের গাড়ি যাবার পথে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি পড়ে যায়। তাৎক্ষণিক কেউ নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাৎক্ষণিক আরিফুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মো. শাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঙ্গালহারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আমিন জানান দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং চাঁদের গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, শুনে প্রাণ গেল গৃহকর্তার
পরবর্তী নিবন্ধচকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার