বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশ সকল অসুন্দরের নিপাত ঘটাবে

সন্দীপনার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৪ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন সন্দীপনার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর আগ্রাবাদ এলাইট মোটরস্‌ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সূচনা করেন জাপানের অনারারি কনসুলার মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে. দাশ মামুন। দিনভর পালিত কর্মসূচির মাঝে ছিল আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, গীতি আলেখ্য, জাগরণের গান, সংবর্ধনা অনুষ্ঠান, কবি গানের আসর, বৃন্দ আবৃত্তি, নাট্য প্রদর্শনী, আড্ডা প্রভৃতি। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু। বিশেষ অতিথি ছিলেন রওশন আরা চৌধুরী, দেবব্রত দে দেবু, মুক্তিযোদ্ধা ফজলুল কবির, মুক্তিযোদ্ধা বাদশাহ্‌ মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ আলম, শেখ শওকত ইকবাল, হাবিবুর রহমান হাবিব, তাজুল ইসলাম রাজু, তাহেরা খাতুন, মুকুল শিকদার, হারুনুর রশিদ, তরণী কুমার সেন, সিদ্দিকুল ইসলাম, নিবেদিতা আচার্য, সজল দাশ, পীযুষ সরকার, মোশারফ হোসেন খান রুনু, জিএম ফয়সাল পারভেজ প্রমুখ। একুশে পদকে ভূষিত হওয়ায় ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, তাবৎ বিশ্বের মানব সভ্যতার উপর কোভিড ১৯ যে কঠিন অপঘাতে হানা দিয়েছিল তা থেকে বেরিয়ে আসার আয়োজনের মধ্যদিয়ে সংস্কৃতিক কর্মীগণ আজ সন্দীপনা ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দিয়ে নতুন অভিযাত্রা শুরু করেছে। এই অভিঘাতে আজ যারা আমাদের ছেড়ে গেছেন মঙ্গলালোকের আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। সন্দীপনা তিন দশক পেরিয়ে দেশব্যাপী এমনকি দেশের বাইরেও সাংগঠনিক যে বিস্তৃতি ঘটিয়েছে, বাঙালি সংস্কৃতির চর্চাকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে এই যুগান্তকারী পদক্ষেপ আরো সমৃদ্ধ হবে তাতে সন্দেহ নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ উদযাপনে বাঁশখালীতে র‌্যালি ও সভা
পরবর্তী নিবন্ধজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রশিক্ষণ কর্মশালা