বাঙালি সংস্কৃতির চর্চায় ফুটে উঠে আমাদের দেশাত্মবোধ

নোয়াপাড়া কলেজে বাসন্তী উৎসবে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

রাউজান নোয়াপাড়া ডিগ্রী কলেজে বাসন্তী ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন দেশাত্মবোধের পরিচিতি তখনই ফুটে উঠে, যখন দেখা যায় বাঙালি সংস্কৃতির চর্চা হয়।

গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর শিক্ষার্থীদের স্থাপন করা পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন ,শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আশুতোষ বড়ুয়া। উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মাকসুদ আলম চৌধুরী, এস এম মাহবুল আলম,মীর নাসিফ হোসেন, জাহাঙ্গীর সিকদার,আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, সাবেক উপধ্যক্ষ অধ্যাপক সৈয়দ উদ্দিন আহমদ, কলেজ শিক্ষক সালসাবিল করিম, বিবি কাউছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক বিমলেন্দু বড়ুয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅবৈধ হকারদের উচ্ছেদ দাবি ব্যবসায়ীদের