বাঙালি মুসলমানদের আত্মপরিচয় অনুসন্ধানে সাহিত্যবিশারদ গৌরবৌজ্জ্বল ভূমিকা রেখেছেন

স্মরণ সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় গ্রন্থকেন্দ্র ও পটিয়া পৌরসভার যৌথ আয়োজনে আবদুল করিম সাহিত্য বিশারদ স্মরণে আলোচনা সভা গতকাল শনিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও চাঁদ সুলতানা ও ফারজানা আকতারের যৌথ সঞ্চালনায় এতে মূল আলোচনা উপস্থাপন করেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য রাশেদ মনোয়ার,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ নেজামুল হক, ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, সরওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, শফিউল আলম, ইয়াসমিন আকতার, বুলবুল আকতার, ফেরদৌস বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, রক্ষণশীল সামাজিক পরিবেশের সীমাবদ্ধতা অতিক্রম করে আবদুল করিম সাহিত্যবিশারদ তার একজীবনের শ্রম ও সাধনায় বিপুল সংখ্যক পুঁথি সংগ্রহ করেছেন, পাঠোদ্ধার সম্পন্ন করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে আবদুল করিম সাহিত্য বিশারদের অবদান শুধুমাত্র প্রাচীন পুঁথিপত্র সংরক্ষণের জন্যে নয়, তিনি বাঙালি মুসলমানদের আত্মপরিচয় অনুসন্ধানে গৌরবৌজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। অন্ধকারকে হারিয়ে যে আলো জ্বালিয়েছেন তা কাল থেকে কালান্তরে বহমান থাকবে। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কবিতা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান পরিবেশন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় একরাতে একই কায়দায় দুই মোটরসাইকেল চুরি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ