বাঙালি কমিউনিটি ও ইউএসএ গাউসিয়া কমিটির সংবর্ধনা সভা

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

সুদূর আমেরিকার সাত প্রদেশে গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা গঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার ১৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক সফরকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, পেনসেলভেনিয়া, ডালাস, ডেলওয়ের, ফ্লোরিডা, নিউজার্সি, বোস্টন সিটি কমিটি গঠন করেন।
গত ৪ ডিসেম্বর নিউইয়র্ক অবস্থানরত বাঙালি কমিউনিটি ও ইউএসএ গাউসিয়া কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি হলে বাংলাদেশে করোনা মহামারীর শুরু থেকে মানবিক সেবার জন্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদকে স্বর্ণপদক খচিত ক্রেস্ট-সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনার জবাবে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, গাউসে জামান তৈয়্যব শাহ (রহ.) প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটিকে বিপন্ন মানবতার সেবায় নিবেদিত সার্থক মিশন। করোনা মহামারী ও সীতাকুণ্ড ট্রাজেডিতে নিজের জীবনের মায়া ত্যাগ করে বহুবিধ মানবিক সেবাসহ সিলেটে স্মরণকালের বৃহত্তম বন্যায় অসহায়গ্রস্ত মানুষের প্রতি ত্রাণ-তৎপরতা ও চলমান মানবিক সেবা কর্মসূচিতে মাধ্যমে এ সংগঠনের কর্মীরা কথায় নয় কাজেই নিজেদের মানবিকতার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন বলে মন্তব্য করেন। সাংগঠনিক সফরে বিভিন্ন রাজ্যের কর্মসূচিতে তার সাথে ছিলেন- মাওলানা ওয়াসিম সিদ্দিকী, শেখ মোস্তফা কামাল, মনিরুল হক চৌধুরী, আখতার হোসাইন, ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ সালাউদ্দিন, হাজী ইসমাইল শাহ, কবির আহমদ, জালাল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার পতনে জনগণের স্বার্থ কোথায়?
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কর মেলায় র‌্যালি ও আলোচনা সভা