চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। এক কথায় বলতে গেলে যতদিন বাংলাদেশ ও এদেশের মানচিত্র থাকবে, বাঙালি হৃদয়ে ততদিন বঙ্গবন্ধুর নাম অমর অক্ষয় হয়ে থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির শুরুর দিনে শোক মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, দিলোয়ারা ইউসুফ এমপি, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, মোহাম্মদ নুর খান, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, সাদাত আনোয়ার সাদী, হারুন অর রশীদ, আবুলাইচ, সৈয়দা রিফাত আখতার নিশু, নাছির উদ্দিন রিয়াজ, জুবাঈদা সরোয়ার নিপা, তানভীর হোসেন চৌধুরী তপু, রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি স্টেশন রোড, রেল স্টেশন, রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট, কোতোয়ালী হয়ে পুনরায় দোস্তবিল্ডিং চত্বরে এসে শেষ হয়। এর পূর্বে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সকালে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দক্ষিণ জেলা আ.লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য কর্মসূচির সূচনা হয়। পরে এক শোক সমাবেশ দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি অ্যাড. মুজিবুল হক, অ্যাড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, চেমন আরা তৈয়ব, শামীমা হারুন লুবনা, আ ম ম টিপু সুলতান চৌধুরী, খোরশেদ আলম, আবদুর রহিম, মো. ফারুক, জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, আবদুল কাইয়ুম চৌধুরী, আবদুল মতিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, দিদারুল ইসলাম দিদারুল আলম, মমতাজ উদ্দিন, অ্যাড. কামেলা খানম রূপা, সুরেশ দাশ, তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, অ্যাড: বাহাদুর, মুরিদুল আলম মুরাদ, নুরুল আমিন, আবিদ হাসান, রাশেদুল আরেফিন জিসান, মিজানুর রহমান, এম এ হাশেম, আবদুল মালেক খান, সেলিম হোসেন, উজ্জ্বল ধর প্রমুখ।
দক্ষিণজেলা মহিলা আ.লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এমপি, সহ–সভাপতি জান্নাত আরা মনজু, দিলওয়ারা কায়েস সুমি, সঞ্চিতা বড়ুয়া, জীবন আরা বেগম, তামান্না সুলতানা, কলি আক্তার প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ : শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচির শুরু করলো চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
নগরীর কাজির দেউড়ির মুক্তমঞ্চে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুম চৌধুরী। আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।