বাঙালির মঙ্গলদাতা

মাসুদা তোফা | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

মুজিব আমার পিতা অদেখা সকল গল্পকথা

জীবন দিয়ে শক্তি যোগায়, বিকিয়ে দেয়নি মাথা।

এক ভাষণে পেয়েছে প্রাণ, হয়েছে দেশ স্বাধীন

লক্ষ জনতা সামনে গেয়েছে জয়গান সেদিন।

সাহসিকতার অপর নাম যে শেখ মুজিবুর

জীবন দিয়ে হাসি ফুটিয়েছেন মুখে মানুষের।

টুঙ্গিপাড়া জন্ম তাঁর মঙ্গলদাতা যে বাঙালির

শৌর্যবীর্যে ছাড়িয়ে গেছে অনেক নেতাকে বিশ্বের।

বিশ্ব সেরা ভাষণ দিলেন দেশ করতে স্বাধীন

ভয় পায়নি জেলে বসেও ভাবে দেশটা পরাধীন।

জয় হউক বাঙালির, বাংলার, তুমি যে মহান।

জন্ম ঋণ শোধ করতে উৎসর্গ করলে জীবন!

পূর্ববর্তী নিবন্ধজ্বরের নাম বিশ্বকাপ
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথের ভুল