বাঙালির বীরত্বগাথা এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়

রাউজানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাউজান শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বলেছেন, বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে জাগ্রত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে মুক্ত সাংষ্কৃতিক চর্চার সুযোগ করে দিয়েছেন।

গতকাল বুধবার প্রতিমন্ত্রী রাউজান শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাউজানের প্রশংসা করে বলেন, এই উপজেলার ইতিহাস ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ। মাস্টারদা সূর্য সেনের এই রাউজানের সবকিছু সাজানো গুছানো। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিমের ব্যতিক্রমী সব কর্মসূচি আজ সারা দেশের মানুষের কাছে প্রশংসিত। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ৯৬ সালের আগে রাউজান ছিল কিলিং জোন, স্বাধীনতা বিরোধীদের ত্রাসের রাজত্ব। সেই রাউজান এখন শান্তি ও সমৃদ্ধির জনপদ, গ্রিন, পিংক, পিংক মডেল উপজেলা। জননেত্রীর শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা থাকায় রাউজানকে মনে মত করে সাজাতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, সরোয়ার্দ্দি সিকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, প্রিয়োতাষ চৌধুরী, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, সওকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাদা পোশাকে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি, আটক ৭