‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক ১৫ দিনব্যাপী সেমিনার আজ থেকে শুরু হচ্ছে

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও বইমেলা আজ থেকে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শুরু হচ্ছে। শৈলী প্রকাশন আয়োজিত সমগ্র আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আজ প্রথম দিনের সেমিনারের বিষয় ‘শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। সভাপতিত্ব করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। আলোচক থাকবেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের প্রধান, প্রফেসর হাসানুল ইসলাম, কলামিস্ট অধ্যাপক কানাই দাশ, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হক। সূচনা বক্তব্য দেবেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে চালু হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট’ সার্ভিস
পরবর্তী নিবন্ধসরকারি সম্পদ ধ্বংসকারীরা জাতির শত্রু