বাঙালির ঐতিহাসিক বিজয়ের মাস ডিসেম্বর

রনজিৎ চন্দ্র নাথ | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চুড়ান্ত বিজয় আসে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। বাঙালিরা এবং বিশ্বের ইতিহাসে একটি নতুন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। অর্জন করেছে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত জাতীয় পতাকা ও একটি স্বতন্ত্র মানচিত্র। ১৯৭১ এর এ বিজয় এক দিনে আসেনি।

মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার। ১৯৭১ সালে বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় ও অনন্য সাধারণ বছর। বিজয়ের মাস ডিসেম্বর এলেই আমরা স্মরণ করি স্বাধীনতা সংগ্রামে আমাদের বিজয়ের ইতিহাস। ১৯৭১ এর ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

সেদিন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর সে আহ্বানে বাংলার সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেইদিনের ভাষণটি বাঙালির মুক্তির সংগ্রামের জন্য অনুপ্রেরণা যুগিয়েছিল। আমরা বাঙালি হয়ে গর্বিত আজ। যে ভাষণটির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা দিয়েছিল সেই ভাষণটি ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ‘ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অর্ন্তভূক্ত হয়েছে। সেটি রেজিস্টার করার জন্য জাতিসংঘ সংস্থার কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়।

১৯৭১ এর ২৫ মার্চ কালোরাত্রি পাকিস্তানি রাজাকার, আলবদর, আলশামস ঘুমন্ত নিরিহ বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন করে থাকে। এর প্রতিবাদে বাঙালিরা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করে পাকিস্তানিদের সুমচিত জবাব দেয়ক। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানীরা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানচিত্র অবস্থান নেয়।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস : বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার দিন
পরবর্তী নিবন্ধবিজয়ের এই দিনে