দানবেরা নেমে এলো
কালো রাতের আঁধারে,
নিল লাখো প্রাণ কেড়ে
কী নিষ্ঠুর আহারে!
বেতার হতে ভেসে এলো
স্বাধীনতার ঘোষণা,
পুরো জাতি এক হলো
পিছনে আর যাবে না।
হলো যুদ্ধ নয় মাস
কত কী যে হারালো,
বাঙালির প্রতিরোধে
দানবেরা ঠিকই পালালো।
লাখো বাঙালির জীবন গেল
যুদ্ধ হলো শেষ,
সবাই মিলে শপথ নিলাম
গড়ব সোনার দেশ।