বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

চট্টল ইয়ুথ কয়ারের অনুষ্ঠানে এমপি মোছলেম

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানমালার সমাপনি অনুষ্ঠান গত রবিবার নগরির হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে ও ইমাম হোসেন নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় তিনি বলেন, বাঙালী জাতির হাজার বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনন্য সাধারণ জীবনাদর্শ, দৃঢ় ব্যক্তিত্ব, দুরদর্শি চিন্তা-চেতনা, বাঙালি জাতির প্রতি আপোষহীন ভালবাসা ও স্বাধীন বাংলাদেশ বিনির্মানের ফলে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত করেছে। তাই বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিশেষ গুরুত্ব বহন করে।
বছরব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টল ইয়ুথ কয়ারের লক্ষ ছিল দেশ ও জাতির কল্যাণে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উৎসাহ ও ঐক্যবদ্ধ করা, এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা বাঙালির জাতীয়তাবোধ চেতনাকে সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজি রাশেদ আলী জাহাঙ্গীর, নুর মোহাম্মদ নুরু, আব্দুর রহিম, এস এম আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দীন খান, আব্দুল হাই, সানু, সেলিম রনি, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জাহিদুল আলম জাহেদ, মোহাম্মদ ইদ্রিস, এড. আলমগীর, শাকিল মাহমুদ, জাহিদুল আলম, জাহিদুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম দিলু, নাজিম উদ্দীন ভুইয়া, আতিকুর রহমান, ইমরান হোসেন, সোহেল রহমান, রাকিব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার সভাপতির সাথে তুরস্কের অনারারী কনস্যুলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধজনগণের কাছে দুর্নীতিমুক্ত সেবা পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে