চট্টগ্রামে নানান আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সর্বস্তরের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ বাঙালির একটি আবেগ ও অনুভূতির নাম। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। আজ থেকে ৭২ বছর আগে আওয়ামী লীগের জন্মের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বীজ রোপিত হয়। দলটি সুদীর্ঘ ৭০ বছর এদেশের মানুষের কল্যাণের রাজনীতি করে এসেছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এই তিনটি নাম অবিচ্ছেদ্য। দেশের মানচিত্র, পতাকা, জাতীয় সংগীত জাতির মর্যাদা, ঐতিহ্য রক্ষার দল আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং দল ভেঙেছেও। কিন্তু তৃণমূলের ঐক্যই দলকে টিকিয়ে রেখেছে। বরং যারা ষড়যন্ত্র করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, মাহবুবুল হক মিয়া, জোবায়রা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো. শহীদুল আলম, জহর লাল হাজারী, এম এ জাফর, পেয়ার মোহাম্মদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, নেছার আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহম্মদ, মোরশেদ আক্তার চৌধুরীসহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সুদীর্ঘ ৭০ বছর এদেশের মানুষের কল্যাণের রাজনীতি করে এসেছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এই তিনটি নাম অবিচ্ছেদ্য। দেশের মানচিত্র, পতাকা, জাতীয় সংগীত জাতির মর্যাদা, ঐতিহ্য রক্ষার দল আওয়ামী লীগ। গতকাল বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা দুঃসময়কে মোকাবিলা করে বর্তমান সময়ে এসেছি। ভবিষ্যতের সোনালী অধ্যায় রচনা করতে আমাদের আরো ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্নের একটি তার হাতেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে, আরেকটি স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে জাতি অর্থনৈতিক মুক্তি পেতে যাচ্ছে। আজ আমাদের কর্তব্য হল ত্যাগের বিনিময়ে সকল অর্জনকে ধরে রাখা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, অ্যাড. আবদুর রশিদ, বোরহান উদ্দিন এমরান, অ্যাড. মুজিবুল হক, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়ুয়া প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল দোস্ত বিল্ডিং কার্যালয়ে ভোর ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ ও বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। একটাকে বাদ দিয়ে অন্যটা চিন্তা করা যায় না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, মো. সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম, মনজুর মোর্শেদ ফিরোজ, মিজানুর রহমান, অ্যাড. জুবাঈদা সরোয়ার নিপা, সালামত উল্লাহ চৌধুরী শাহীন, রূপক কান্তি দেব অপু প্রমুখ।