বাঙালির আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের কবিতা ও গান

কাজী নজরুল ইসলামের স্মরণানুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাব বাংলাদেশের সহসভাপতি ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলনসংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের কবিতা ও গান। তিনি বাঙালি জাতির শির চির উন্নত করে গেছেন। আজ শনিবার জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত নজরুল শীর্ষক আলোচনা, নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নজরুল গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী। আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ছালেহ আহম্মদহাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, জেলা পরিষদের সাবেক সদস্য শাহিদা আকতার জাহান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ। কবি সুলতান আহমদ ও আবৃত্তিকার কবি সোমা মুৎসুদ্দীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চসিক মহিলা কাউন্সিলর আমজুমান আরা বেগম, দীপক কুমার পালিত, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা। উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম ছরওয়ার, লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, শিল্পী সৈয়দ হোসেন, অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজন, প্রফেসর ড. বিবেক সূত্রধর, অধ্যাপক কবি জীতেন্দ্র লাল, কবি কেফায়েত উল্লাহ কায়সার, কবি রোকন উদ্দীন আহমেদ, প্রফেসর ওসমান জাহাঙ্গীর, সুধামা দাশ সুজন, শিব্বির আহমদ ওসমান, কবির শাহ দুুলাল, আলমগীর হোসাইন, এয়াকুব আলী, মতিউর রহমান ফরহাদী, আবুল কাসেম শিল্পী, ফজলুল কবির চৌধুরী, কাজী শাহেদুল করিম, শিল্পী জুয়েল দ্বীপ, এস কে মানিক, আয়মান ওসমান, এড. মুসলিম ইসলাম, এডভোকেট এহসানুল হক মিলন, কাঞ্চন শীল, আমিনুল হক লিটন, জাকিয়া আকতার ঝুমুর, নীল কমল সুশীল, শরীফুল মোল্লা নীরব, মন্টি সরকার, পিউ ঘোষ, আনিস খোকন, বিপুল দাশ, রাজু দাশ, আর্শপা সূত্রধর, বেবী মজুমদার নূপুর, ইসলাম, তাহেরা শারমীন, কাজেমুল হাসান শাহেদ, পিনকি মল্লিক ফিমো, মো. আবু ইউছুফ সন্দীপী, . কে এম মফিজুল হায়দার, কুনসুমা বেগম, আফফান আলিফ হোসাইন, ফারিয়া নিপুন, ফারজানা আফরোজ, তানিয়া সুলতানা, সুপর্না মুৎসুর্দ্দী, প্রিয়াংকা, টিউলিপ, রাধা রানী চৌধুরী, এসডিপি পপি আকতার, সাজীম, মো. ইকবাল, শহিদুল ইসলাম রনি, মো. শিহাব উদ্দিন, আবদুর রহিম, সুমন বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, সোহান বিন জামাল উদ্দিন, মুহাম্মদ শাহাদাত হোসেন, মহিউদ্দিন বুলবুল, মো. কামাল হোসেন, ঝিনু রানী দাশ, নন্দীনি দাশ, সুনন্দা দাশ, রাধেশ্যাম দাশ, উত্তম কুমার দাশ, সুমিতা চৌধুরী, অশোক চৌধুরী, এয়াকুব আলী, রানা বড়ুয়া, মোহাম্মদ জসিম, শিহাব আহমদ, পারুল, রানা, মো. মাবজুলুর বারী খসরু, এস এম পারভেজ, আবদুল কাদের, এস এম ফারুক, অরুন দাশ, ফারুক আহম্মদ, শ্যামল ভট্টচার্য্য, আসমাউল হোসনা, জান্নাতুল ফেরদৌস, মিজানুর রহমান, তিথি সাহা, বাবো সাহা, নাজু সাহা, এস এম জয় ও মো. মুরাদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়ানার ‘প্রেমিকে’র বাবা মোহাম্মদ আল ফায়েদের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাজী মফিজুর রহমান