এক জোড়া নতুন সিংহ আসার খবরের মধ্যে এবার জলহস্তী পেতে যাচ্ছে চট্টগ্রাাম চিড়িয়াখানা। এজন্য অবশ্য নিজেদের এক জোড়া বাঘ পাঠাতে হবে রংপুরে; বিনিময়ে ঢাকা জাতীয় চিড়িয়াথানা থেকে মিলবে এক জোড়া জলহস্তী। চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বাড়াতে কর্তৃপক্ষের এ উদ্যোগে আগামী মাসের মধ্যেই নতুন অতিথি পাওয়ার আশা করছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ। এর আগে ২০১৬ সালে চট্টগ্রাম থেকে একটি সিংহী দিয়ে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল একটি সিংহ। এ উদ্যোগের পাশাপাশি চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা বাড়ানোর মাধ্যমে দর্শক আর্কষণে দক্ষিণ আফ্রিকা থেকে গত বৃহস্পতিবার এক জোড়া সিংহ আসার পাশাপাশি বিদেশ থেকে পাঁচ ধরনের প্রাণী ও পাখি কেনা হয়েছে সামপ্রতিক সময়ে। খবর বিডিনিউজের।












