বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে পিসিপি নেতা নিহত

আধিপত্য বিস্তারের জের

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৮:০০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রতন চাকমা (২৪)। তিনি জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার দূরছড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জনসংহতি সমিতি সন্তু গ্রুপ ও এমএন লারমা গ্রুপের মধ্যে বন্দুুকযুদ্ধ হয়। ঘটনার সময় উভয় পক্ষের গোলাগুলিতে রতন চাকমা নিহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃংখলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
বাঘাইছড়ি থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সার্ভিস চার্জ দেওয়া উচিত
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাস বাদুড়কে দায়ী করা চলে না যে কারণে