বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

প্রবল বর্ষণ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৮:১৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসের কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সোমবার রাতে প্রবল বর্ষণের ফলে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মাটি এসে পড়ে। এতে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, রাত ৩টার দিকে অতি বৃষ্টি হয়েছে। ফলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঘাইছড়ি ইউএনও শরীফুল ইসলাম বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকা ছাড়াও আরো বেশ কিছু জায়গায় বৃষ্টির ফলে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সড়ক বিভাগকে জানানো হয়েছে।
এদিকে বাঘাইছড়ি সড়ক বিভাগের দায়িত্বে থাকা খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মো. ফয়সাল জানান, গতকাল দুপুর থেকে সড়ক পরিস্কারের কাজ শুরু হয়। বিকেল থেকে ওই সড়কে ছোট গাড়ি চলাচল করছে। দু’একদিনের মধ্যে ভারী যানও চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিক স্কুলে এবার মূল্যায়ন কীভাবে জানা যাবে আজ
পরবর্তী নিবন্ধ৭৮৬