বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সবুজ (২৬) নামের এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার কাচালং বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপম জানান ধর্ষণের শিকার ছাত্রীর মা বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে মামলায় একমাত্র অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশ। আটক সবুজ উপজেলার চৌমুহনী বাজারে কাচালং গ্লাস হাউজের মালিক। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত যুবক ও ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে থানা হেফাজতে আছে। সোমবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হবে এবং আটক যুবককে রাঙামাটি আদালতে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার