বাঘাইছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধ, আতঙ্ক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুই আঞ্চলিক জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পৌরসভার তালুকদার পাড়া এলাকায় দিন দুপুরে এই গুলি বিনিময় হয়েছে। এতে উভয়পক্ষের মধ্যে প্রায় ৭ শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এসময় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও কোন পক্ষ থেকে তা সত্যতা নিশ্চিত করেনি।
গুলি বিনিময় চলাকালে ঈমাম পাড়া জামে মসজিদে, হাজিপাড়া নুর টাওয়ার ও কাচালংবাজার আওয়ামী লীগ নেতা আবদুল শুক্কুর বাড়িতে গিয়ে গুলি পড়ে। এতে জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইযুম বলেন, তারা গোলাগুলি নিয়মিত করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু মানুষের বাসায় গুলি এসে পড়ছে। এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিন দুপুরে দুই দলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা গৌরবজনক
পরবর্তী নিবন্ধআলেমরা ঐক্যবদ্ধ হলে বিভক্ত মুসলিম সমাজও এক হয়ে যাবে