বাঘাইছড়িতে আওয়ামী লীগ- স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষ, আহত ১২

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রী ছাউনি নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মল্লিক, সদস্য মো. জসিম (৩২), একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব (৩০) একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন দে (২৮), একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. হাসান (২৮), সদস্য আব্দুল হামিদ (৭০) এবং মো. আয়ুব আলী (২৮)। বাকীদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত যাত্রী ছাউনি নির্মাণকে কেন্দ্র করে খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মল্লিকের গ্রুপের সাথে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালালের গ্রুপের সংঘর্ষ লাগে। এতে উভয় গ্রুপের ১২জন আহত হয়। সূত্র বলছে, খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মল্লিক যাত্রী ছাউনি নির্মাণের সময় যোগাযোগের সড়ক বন্ধ হয়ে গেলে এতে বাধা প্রদান করে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জালাল। আহতদের বাঘাইছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হলে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় ৬ জনকে পার্শ্ববর্তী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ও লোহাগাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭ ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা