রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করার দায়ে দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্র্েট শিরীণ আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড দেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমা নামের আরেকজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শিরীণ আক্তার জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিঁচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করে আসছে। সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট দুই জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।