রাঙামাটির বাঘাইছড়িতে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ ও ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ সময় দেশের অন্যতম সংরক্ষিত ও সমৃদ্ধ বনাঞ্চল পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়।
পাবলাখালি রেঞ্জের কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান, বেআইনীভাবে পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে স্থাপন ও পরিচালনার অভিযোগে ২টি করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল বিধিমালা -২০১২ এর সেকশন ৭(ক) অনুযায়ী সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও উমাচরণ চাকমা ও পলিন বিকাশ চাকমা নামে দুই ব্যবসায়ী করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে।
এ সময় করাতকল উচ্ছেদের পাশাপাশি ৫০ঘন ফুট কাঠও জব্দ করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।