পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সকাল–সন্ধ্যা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। আজ রোববার ভোট হওয়ার কথা থাকলেও ভোট সুষ্ঠু হওয়ার দাবিতে ভোটের আগের দিন গতকাল উপজেলায় সকাল–সন্ধ্যা সড়ক ও নৌ–পথে অবরোধ ডাকে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ভোট স্থগিত করায় অর্ধবেলা অবরোধ পালন করে প্রত্যাহার করে নিয়েছে ইউপিডিএফ। বর্তমানে উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, আঞ্চলিক দলের (ইউপিডিএফ) অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বৈরী আবহাওয়া ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের অবরোধের কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এর আগে গত ২৯ মে ভোট হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রথম দফায় স্থগিত করা হয়।