নির্বাচনের একদিন আগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে আজ শনিবার সকাল–সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল শুক্রবার রাতে সংগঠনটির পক্ষ থেকে রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি, উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থানরত তাদের প্রতিপক্ষ দলের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় শনিবার (আজ) সকাল–সন্ধ্যায় অবরোধ পালন করবে প্রসীত বিকাশ–খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক অংগ্য মারমা অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রতিপক্ষ দল কর্তৃক চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়।
আগামী রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে গত ২৯ মে বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।